দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশে নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসির কোনও প্রয়োজন নেই। এই শিরোনামে একটি খোলা চিঠি লিখলেন ১০৬ জন অবসরপ্রাপ্ত আমলা। ওই আমলাদের দাবি, এনপিআর ও এনআরসি ‘‘অপ্রয়োজনীয়” এবং তা ‘‘অপব্যয়”।
প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কেএম চন্দ্রশেখর এবং প্রাক্তন মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ সহ শতাধিক আমলা ওই চিঠি লেখেন। ওই চিঠিতে তাঁরা দাবি করেন, সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ নৈতিকভাবে অসমর্থনীয়।
চিঠি লেখা আমলাদের মতে, এই আইনে সজ্ঞানে মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে, যাঁরা ভারতের জনসংখ্যার একটি বড় অংশ। প্রাক্তন আমলারা জানাচ্ছেন, তাঁদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে তাঁরা স্পষ্ট ভাবে বুঝছেন এনপিআর ও এনআরসি অপ্রয়োজনীয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন