দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : “আমরাই জিততে চলেছি” – ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে ঘোষণা করলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ের ইঙ্গিত পেয়েই এহেন ঘোষণা বাইডেনের। কেননা হোয়াইট হাউসে যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কয়েক কদম এগিয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৫৩টি ভোট। ট্রাম্প থমকে রয়েছেন ২১৪টিতে। ম্যাজিক ফিগার ২৭০।
মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা চলছে। সেগুলি হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। যদিও পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট গণনা শেষ। পেনসিলভানিয়া জেতার পর যতটা ব্যবধান কমিয়েছিলেন ট্রাম্প, মিশিগান জিতে হোয়াইট হাউসের দৌড়ে ফের এগিয়ে গিয়েছেন বাইডেন। সিএনএন-এর তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত ২২৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টি ভোট।