দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহের মাঝেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করলেন, হু-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তাঁর দেশ। কারণ, করোনা অতিমারি নিয়ে আমেরিকার উদ্বেগ সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। ট্রাম্প জানিয়েছেন, হু-র তহবিলের তাঁরা যে অর্থ দিতেন, তা অন্যান্য খাতে ব্যবহার করা হবে।
ট্রাম্প অনুদান স্থগিত করেছিলেন গত মাসেই। অভিযোগ করেছিলেন, চিনকে আড়াল করতে গিয়ে বিশ্বকে করোনার সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১৮ মে হু-কে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ’ না করলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা। ১২ দিন পেরোনোর আগেই কথা রাখলেন ট্রাম্প।