দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, ভারত থেকে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হোক। হাইড্রক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রোধেও অনেকাংশে কার্যকরী হতে পারে সেই ওষুধ।
আমেরিকায় প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এহেন পরিস্থিতিতে ভারত ওই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তাতেই ক্রুদ্ধ হয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি ওই আপৎকালীন ওষুধ তাদের দেশে না পাঠায়, তিনিও প্রতিশোধ নেবেন।