দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলছে শীতের মরসুম। এহেন মরসুমে গরুদের জন্য গোশালায় কমপক্ষে ১০টি কম্বল দান করলেই বন্দুকের লাইসেন্স পাওয়া যাবে। এমনই আজব নিয়ম চালু করেছেন মধ্যপ্রদেশের একটি জেলার জেলাশাসক। আবেদনকারীকে বন্দুকের লাইসেন্স দেওয়ার আগে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ভালো করে খতিয়ে দেখে প্রশাসন। দেশের সব রাজ্যের সব জেলায় এমন নিয়ম। সেই সমস্ত নিয়ম কাটচাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জেলাশাসক অনুরাগ চৌধুরী।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বৃহস্পতিবার ফরমান জারি করে বলা হয়েছে, বন্দুকের লাইসেন্সের জন্য আবেদনকারীকে জেলার কোনও গোশালায় অন্তত ১০টি কম্বল দান করলেই হবে। আর তা হলেই আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স পেয়ে যাবেন তিনি। প্রয়োজন হবে না অন্য কোনও সরকারি ছাড়পত্র। অনুরাগের বক্তব্য, বন্দুকের লাইসেন্সের জন্য গোশালায় কম্বল দানের নিয়মে পরিবেশের উপকার হবে। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠবে সচেতনতা। সরকারি এই নির্দেশিকা নিয়ে স্বভাবতই হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন