Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্যে গাধার মল, অ্যাসিড দিয়ে ভেজাল মশলা তৈরি, কারখানা সিল করল পুলিশ

ছবি - প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই সময় মানুষকে সুস্থ্য ও শারীরিকভাবে ফিট থাকার জন্য ভেজালহীন খাওয়া দাওয়া করা উচিত। তবে তা অবশ্য ভারতের মতো দেশে করা একেবারেই সম্ভব নয়। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাস জেলায় পুলিশ একটি মশলা তৈরির কারখানায় অভিযান চালায়। পুলিশের কাছে খবর ছিল যে এই কোম্পানি খারাপ উপাদান দিয়ে ভেজাল মশলা তৈরি করছে।

জানা গিয়েছে, এই মশলা তৈরির সংস্থার কর্ণধারের নাম অনুপ বর্ষনে এবং তাঁকে পুলিশ গ্রেফতার করেছে এবং কোম্পানিটি সিল করে দেওয়া হয়েছে। হাথরাস জেলার নবিপুর এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশ উদ্ধার করে লাল লঙ্কাক গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সহ আরও অনেক মশলা। যদিও এই সব মশলাগুলিতেই ক্ষতিকারক উপাদান মেশানো হয়েছিল। যার মধ্যে ছিল গাধার মল, কৃত্রিম রং, যা খাওয়ার যোগ্য নয় এবং এমনকী অ্যাসিডও। তারা এই সবগুলিকে একসঙ্গে মিশিয়ে স্থানীয় ব্র‌্যান্ডের মশলাতে মেশাতো।

পুলিশ ওই কারখানা থেকে ২৭টি নমুনা সংগ্রহ করে তা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে। টেস্টের ফল নিশ্চিত হলে মশলা প্রস্তুতকারক কর্ণধারের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা ও স্ট্যান্ডার্ড আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পুলিশ জানিয়েছে ওই কারখানা থেকে ৩০০ কেজি ভেজাল মশলা উদ্ধার করেছে পুলিশ।

একই ধরনের ঘটনা ঘটেছে বস্তিতেও। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স ভারতীয় রেলের তৎকাল টিকিট বিক্রির ভুয়ো চক্র ফাঁস করে দিয়েছে এবং এই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারও করে নিয়েছে। পুলিশ ২৪৫টি রেল টিকিট সহ আগে ব্যবহৃত হয়েছে এরকম ২৪৩টি তৎকাল টিকিট, মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও কিছু নথি বাজেয়াপ্ত করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!