দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টুকরে টুকরে গ্যাং বলতে কী? তার সদস্যই বা কারা? এব্যাপারে তথ্যের অধিকার আইনের (আরটিআই) আওতায় তোলা এক প্রশ্নের উত্তরে খোদ অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকই জানিয়ে দিল, তাদের কাছে এই টুকরে টুকরে গ্যাং নিয়ে কোনও তথ্য নেই। কোনও গোয়েন্দা রিপোর্টেও এই ধরনের কিছু পাওয়া যায়নি। আরটিআই মারফত প্রশ্ন করেছিলে সাকেত গোখেল।
‛টুকরে টুকরে গ্যাং’ শব্দটি শোনা গিয়েছিল মোদীর মুখেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লাগাতার আক্রমণ শানিয়েছিলেন বিরোধীদের উদ্দেশে। শুধু তাই নয়, বিজেপির একাধিক নেতা নিয়ম করে বলতে শুরু করেছিলেন ‘টুকরে টুকরে গ্যাং’। জেএনইউতে কানহাইয়া কুমার, উমর খালিদদের আন্দোলনকে খাটো করে দেখাতেই এই নতুন শব্দবন্ধ তৈরি করেছিল অমিত শাহ বাহিনী।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন