Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কড়া লকডাউনের সিদ্ধান্তই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে! কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিমকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কড়া লকডাউনের সিদ্ধান্তই দেশে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে। বুধবার কেন্দ্রকে এ ভাবেই ভর্ৎসনা করল দেশের সর্ব্বোচ্চ আদালত। বুধবার মোরাটোরিয়াম সংক্রান্ত মামলা ওঠে বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চে।

এদিন মোরাটোরিয়ামের পরেও ব্যাঙ্ক কেন গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সুদ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সেই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ বলে, “আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আপনারা বলছেন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু আমরা রিজার্ভ ব্যাঙ্কের উত্তর পেয়েছি।”

কেন্দ্রকে ভর্ৎসনা করে আদালতের মন্তব্য, “রিজার্ভ ব্যাঙ্ককে ঢাল বানানোর চেষ্টা করছেন আপনারা।” দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি এমআর শাহ বলেন, “এটা ‘ব্যবসা’ নিয়ে ভাবার সময় নয় কেন্দ্রের।”

 

 

Leave a Reply

error: Content is protected !!