Monday, October 7, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘আমি পদত্যাগ করতে রাজি আছি’ — নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

দৈনিক সমাচার, কলকাতা: নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন তিনি জানান, দু’ঘণ্টা ধরে তিনি নবান্নের সভাঘরে অপেক্ষা করছিলেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার জন্য, কিন্তু তারা আসেননি। মমতা বলেন, ‘‘আমাকে অনেক অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওরা বিচার চায় না। চেয়ার চায়।’’

তিনি আরও বলেন, ‘‘আশা করেছিলাম, ছোটরা এসে কথা বলবে। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, সময় পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার যা করবে, তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিমকোর্ট। আমি এটাকে ঔদ্ধত্য হিসাবে দেখছি না।’’ নবান্ন থেকে মমতা বলেন, ‘‘ডাক্তারেরা ভগবান। এত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমার হৃদয় কাঁদছে।’’ হাত জোড় করে তিনি বললেন, ‘‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম।’’

Leave a Reply

error: Content is protected !!