Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পুলিশি বাধা অগ্রাহ্য করে সিএএ এর প্রতিবাদে অনড় স্বাধীনতা সংগ্রামী ডোরেস্বামী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামী এইচ এস ডোরেস্বামী। প্রায় শতবর্ষ পার হতে চলা মানুষটি সিএএ–র প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন জানুয়ারির শুরুর দিকে। এইবার তিনি কর্ণাটক সেন্ট্রাল জোনের ডিসিপির সদর দফতরের সামনে ধর্নায় বসার হুমকি দিয়েছেন।

কর্ণাটকের বিভিন্ন সংস্থা ও সমাজের নাগরিকদের নিয়ে তৈরি হয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। যার শীর্ষে রয়েছেন ডোরেস্বামী। টাউন হলের সামনে বিক্ষোভের জন্য পুলিশের মৌখিক অনুমতিও আদায় করে নিয়েছেন ডোরেস্বামী। ডোরেস্বামী বলেছেন, ‘‌পুলিশ প্রথমে আমাদের অনুমতি দিতে চায়নি। আমরা একপ্রকার জোর করেই অনুমতি আদায় করেছি।’

টাউন হলে ইতিমধ্যেই পাঁচ দিনের জন্য নানা কর্মসূচী রয়েছে। যা বাতিল করা যাবে না। এই যুক্তি দেখিয়ে সারারাত বিক্ষোভ আন্দোলনের অনুমতি দিতে রাজি হয়নি পুলিশ। কিন্তু ডোরেস্বামীও অনড়। পুলিশের চোঙরাঙানি অগ্রাহ্য করে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমনকি পুলিশের নোটিশও তিনি অগ্রাহ্য করেছেন।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!