দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাল বুধবার এলাহাবাদ হাইকোর্টে ডাঃ কাফিল খানের শুনানির দিন। দেশের শীর্ষ আদালত ১৫ দিনের মধ্যে এলাহাবাদ হাইকোর্টকে রায়দানের নির্দেশ দিয়েছিল। যদিও উত্তরপ্রদেশের যোগী সরকার কাফিলের উপর আরও তিনমাস এনএসএ বৃদ্ধি করেছে। এদিকে বুধবারের শুনানির আগে ফেসবুক-ট্যুইটারে ঝড় তোলার আবেদন জানিয়েছে ডাঃ কাফিল খানের পরিবার।