দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডাঃ কাফিল খান মামলায় আজ রায় দিতে পারে এলাহাবাদ হাইকোর্ট। দেশের শীর্ষ আদালত ১৫ দিনের মধ্যে এলাহাবাদ হাইকোর্টকে রায়দানের নির্দেশ দিয়েছিল। গত ১৯ আগস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল।
দুর্বল নেটওয়ার্কের কারণে নতুন তারিখ হিসেবে ২৪ আগস্ট নির্ধারণ করেছিল হাইকোর্ট। ১৯ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল ২৪ আগস্ট শেষ শুনানি হবে। কিন্তু ২৪ আগস্ট ফের শুনানির তারিখ পিছিয়ে ২৭ তারিখ করে দিয়েছিল আদালত।
কাফিল খানের দাদা আদিল খান দৈনিক সমাচারকে জানিয়েছেন, আজই শেষ রায় দিতে পারে আদালত। উল্লেখ্য, সুপ্রিমকোর্টের রায়ের পরই উত্তরপ্রদেশের যোগী সরকার ডাঃ কাফিল খানের উপর আরও তিনমাস এনএসএ বৃদ্ধি করেছে। এখন দেখার আজ আদালত কি সিদ্ধান্ত নেয়।