Saturday, March 15, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛করোনার বিরুদ্ধে লড়তে চাই’ – জেল থেকে মোদীকে চিঠি লিখলেন ডাঃ কাফিল খান

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার সংক্রমণ রুখতে কেন্দ্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কাফিল খান। ইতিমধ্যেই একটি চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একথা জানিয়েছেন কাফিল।

বর্তমানে ন্যাশানাল সিউকিউরিটি আইনের অধীনে মথুরা জেলে আটক ডাঃ কাফিল খান। সেখান থেকেই দুই পাতার একটি চিঠি হাতে লিখেছেন তিনি। তাতে কী করে ভারত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে, সেই নিয়ে একটি রোডম্যাপেরও উল্লেখ করেছেন কাফিল।

নিজের চিঠিতে কাফিল লেখেন, ‘আমাদের টেস্টিং ক্ষমতা, আইসোলেশন ওয়ার্ড বাড়াতে হবে। সেই সঙ্গে নতুন আইসিইউ, ডাক্তার, প্যারামেডিক, নার্সদের আরও শিক্ষিত করে তুলতে হবে। গুজব যাতে না ছড়ায় সেই দিকেও নজর দিতে হবে। আমাদের যত দ্রুত সম্ভব এই কাজগুলি করতে হবে।’

Leave a Reply

error: Content is protected !!