দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে আর্থিক মন্দা গুরুতর। আর দেশের এই পরিস্থিতির জন্য ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে তুলে ধরে তিনি ট্যুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দা দেখছে ৷ আর এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি দায়ি।
রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, ইতিহাসে প্রথমবার দেশ আর্থিক মন্দায় প্রবেশ করেছে৷ দেশের শক্তিকে দুর্বলতায় পরিণত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপ।
সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরকে তুলে ধরে আজ এই অভিযোগ করেন রাহুল গান্ধী। যেখানে বলা হয়েছে, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বৃদ্ধির বদলে জিডিপি-র ৮.৬ শতাংশ সংকোচন হতে পারে। ওই রিপোর্টেই বলা হয়েছে যে দেশ টেকনিক্যাল রিসেশনে প্রবেশ করেছে। যদিও সরকারিভাবে তা সামনে আনা হয়নি।
भारत के इतिहास में देश में पहली बार मंदी छाई है।
भारत की ताक़त को मोदी जी ने कमज़ोरी में बदल दिया।
— Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2020
এদিকে গত মাসেই আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে করোনা পরিস্থিতির জেরে দেশের বৃদ্ধি ব্যাহত হয়েছে।