Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিহারে কংগ্রেসের থেকে বামেরা বেশি আসনে লড়লে মহাজোটই সরকার গড়ত, মন্তব্য সীতারাম ইয়েচুরির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে কংগ্রেসের থেকে যদি বামেরা বেশি আসনে লড়তো তবে মহাজোটই সরকার গড়ত, এবার নির্বাচনের ফলাফল নিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএমরে জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি। বিহারে এবার তিন বাম দল ২৯ টি আসনে ১৬ টিতে জয় পেয়েছে। ফের বিহারে চেনা বাম স্লোগান শোনা গিয়েছে এবারের ভোটের ফলাফলের পর!

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ইয়েচুরি জানান, ২৯ টির মধ্যে ১৬ টি আসনে জয় মানে, বিহার ফের একবার লাল পতাকায় আস্থা রাখছে। যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। তিনি বলেন, বামেরা মানুষের জন্য এত বছর লড়াই করেছে তা বিহার বুঝেছে। এর পাশাপাশি বামেদের ভোট মহাজোটকে শক্ত করেছে।

সাক্ষাৎকারে বাম নেতাকে প্রশ্ন করা হয় যে, যদি কংগ্রেসের থেকে বামেরা বেশি আসনে বিহারে লড়ত, তাহলে মহাজোট সরকার গড়তে পারত কি? যার উত্তরে সীতারামন ইয়েচুকি জানান, ‘অবশ্যই পারত’। তিনি জানান প্রায় ১০০ টি আসনে কংগ্রেস, বামেরা লড়েছে। এতদিনে মহাজোটের সরকার গড়া যেত যদি বামেরা বেশি আসনে লড়ার সুযোগ পেত বিহারে। সরকার গড়তে যে সংখ্যার প্রয়োজন ছিল, তার থেকে মহাজোট মাত্র ৩ টি আসন পিছিয়ে । সীতারাম ইয়েচুরির দাবি, সেই সংখ্যক আসন মহাজোটকে এনে দিতে পারত বামেরা।

ইয়েচুরির দাবি, বিহারের মানুষ বুঝেছেন যে সরকারের ওপর চার সৃষ্টি করে মানুষের দাবি দাওয়ার কথা বামেরাই একমাত্র বসতে পারবেন। কারণ এতদিন সেটাই বাস্তব হয়েছে। এছাড়া বিহারের রাজনীতিতে বামেদের বহু অবদান রয়েছে বহু যুগ ধরে। সেই আস্থার জায়গা থেকেই এই গোবলয়ে বামেরা হারানো ভোটব্যঙ্ক ফিরে পেয়েছেন বলে দাবি ইয়েচুরির।

 

 

Leave a Reply

error: Content is protected !!