দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় হাল বেহাল বিজেপির। রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে শাসকদল তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছে মোদীর দল। ইতিমধ্যেই কালিয়াগঞ্জে ২ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
জোরালো এই ধাক্কার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। রীতিমতো হতাশ হয়ে কমল চন্দ্র সরকার স্বীকার করে নেন এনআরসি-র কারণেই হার হয়েছে বিজেপির। মানুষকে বোঝাতে যে তাঁর দল সক্ষম হয়নি সে কথাও বলেন তিনি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন