দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে বাংলায় ‘পরিবর্তন যাত্রা’ সূচনা করেন অমিত শাহ। নামখানায় ইন্দিরা ময়দানে উপস্থিত জনতার উদ্দেশে এর পর ভাষণ দিতে ওঠেন। তখনই বাঁধে গোল। এক মহিলা সভা চলাকালীন উপস্থিত জনতার মাঝে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাতেই বেশ কয়েক বার তাল কেটে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
মঞ্চে দাঁড়িয়ে তখন তৃণমূল সরকারকে একের পর এক তোপ দাগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক সেই সময়ই জনতার মাঝে দাঁড়িয়ে চিৎকার করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন এক মহিলা। পরনে লাল পাড় সাদা শাড়ি। বয়স পঞ্চাশের আশপাশে।
সভায় হইচই পড়ে যায়। তাঁকে থামাতে মাঠে নামেন বিজেপি কর্মীরা। যদিও সেই অজ্ঞাতপরিচয় মহিলা নাছোড়। তিনি মাঠের মাঝে বাঁশের ব্যারিকেডে উঠে পড়েন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। চিৎকার করে বলেন, ‘বাংলাতে ত্রিপুরা বানাতে দেব না।’ একটি কালো পতাকাও নাড়তে থাকেন। তাঁকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা।
বিশৃঙ্খলার কারণে বেশ কয়েক বার ভাষণ থামাতে বাধ্য হন অমিত শাহ। উপস্থিত জনতার নজর ঘোরাতে বলেন, ‘ভারত মাতা কি জয়’। যদিও এসবের জন্য তৃণমূলের দিকেই আঙুল তুললেন অমিত শাহ। বললেন, ‘এসব মমতা দিদির পদ্ধতি।’ শেষে মহিলাকে বের করে দেন পুলিশ কর্মীরা।