দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে জড়িয়ে আছে তৎকালীন ইডির তদন্তকারী দলের কয়েকজন অফিসার। এই মর্মে ইডিকে চিঠি দিল সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ভিজিল্যান্স ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছে সিবিআই। ইডির ভিজিল্যান্স ডিপার্টমেন্টের কাছে রোজভ্যালি কাণ্ডে যেসব ইডির অফিসার জড়িত তাদের নামের তালিকাও পাঠিয়ে দিয়েছে সিবিআই।
সিবিআইয়ের তরফে চিঠিও এও বলা হয়েছে, যে সমস্ত ইডির অফিসারের নামের তালিকা পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে যেন ইডিও তদন্ত শুরু করে গোটা বিষয়টি খতিয়ে দেখে। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা রোজভ্যালি কাণ্ডে জড়িত ইডির আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আর সেই রিপোর্ট ইডির কাছে পাঠিয়েও দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে বৈঠকে বসে সিবিআই আধিকারিকরা। সেখানেও স্থির হয় যে রোজভ্যালি, সারদা সহ রাজ্যের একাধিক চিটফান্ডের মামলা গুলির তদন্ত এবার দ্রুত শেষ করা হবে। তদন্ত দ্রুত শেষ করে সারদা, রোজভ্যালি মামলার নিষ্পত্তি করা হবে। এর পাশাপাশি কাজে গতি আনতে সিবিআই একাধিক অফিসারকে বদলিও করেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসারদের বলা হয়েছে দ্রুত এই কেসগুলির তদন্ত শেষ করতেই হবে।
প্রসঙ্গত, এর আগেও রোজভ্যালি কাণ্ডে তদন্তে ইডি অফিসারের যোগ রয়েছে তচা তদন্তে উঠে এসেছিল। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে তদন্তে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ইডির অফিসার মনোজ কুমারের বিরুদ্ধে। কলকাতা পুলিশ একটি প্রতারণা ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার করেছিল মনোজ কুমারকে। পরে জামিন পেয়ে যান মনোজ কুমার। সিবিআই তদন্তে গৌতম কুণ্ডু জেরায় জানায় মনোজ কুমার সহ আরও বেশ কয়েকজন ইডির অফিসার রোজভ্যালি কাণ্ডের সঙ্গে জড়িত। এখন দেখার তদন্তে ইডির আর কোন কোন অফিসারের নাম উঠে আসে।