দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোমবার সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। এরপর টানা ৭ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তৃণমূল নেতা কুণাল ঘোষকে। অবশেষে চাপে পড়ে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, সারদার কাছ থেকে তিনি যে সমস্ত টাকা নিয়ে খেয়েছেন তার সবটাই ফেরত দিতে চান।
কুণাল ঘোষ বলেন, সারদার সংবাদমাধ্যমগুলির কর্ণধার থাকাকালীন এই টাকাগুলি পেয়েছিলেন তিনি। সেই সমস্ত টাকাই তিনি চলতি মাসের মধ্যে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন, টাকা ফেরত নিয়ে সোমবার ইডি আধিকারিকদের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ইডি আধিকারিকরা সাত ঘণ্টা ধরে জেরা করেন সারদা গোষ্ঠীর প্রাক্তন কর্মীকে।
মোট কত টাকা ফেরত দিতে চলেছেন কুণাল ঘোষ? প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা জানান, সুদীপ্ত সেন চিটফান্ডের সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সারদা গোষ্ঠীর সমস্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেখানে আর্থিক সাহায্য হিসেবে ৫০ লাখ টাকা দিয়েছিলেন। এছাড়া সারদা থেকে প্রাপ্ত টাকায় নিয়ম মেনে আয়করও দিয়েছেন। তাই এই বাবদ বাকি অর্থ তিনি ইডি-র হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। তবে সেই টাকার অঙ্ক সম্পর্কে খোলসা করে কিছু বলেননি কুণাল ঘোষ। ১৬ মার্চ তাঁকে ফের তলব করেছে ইডি, সেদিনই তিনি টাকা ফেরত দিচ্ছেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। প্রসঙ্গত, সারদার সংবাদমাধ্যমগুলির কর্ণধার পদে থাকাকালীন দেশের বড় মিডিয়া হাউসের শীর্ষে থাকা কর্তাব্যক্তিদের থেকে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পেতেন বলে অনুমান ওয়াকিবহল মহলের। সেক্ষেত্রে টাকার অঙ্ক কম কিছু হবে না বলেই দাবি।