Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা আতঙ্কে ছুটি বাড়ালেন মুখ্যমন্ত্রী, বাংলায় স্কুল-কলেজ বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পরে স্কুল-কলেজের ছুটির দিন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা। এমনকি আইসিডিএস স্কুলও বন্ধ থাকবে।

করোনাভাইরাসের আশঙ্কায় গত শুক্রবারই নবান্নের তরফে জানানো হয়েছিল সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুলে মিড ডে মিলের যে রান্না হয় তার কাঁচা মাল ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেবে রাজ্য সরকার।

মমতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বোর্ডের যে সমস্ত পরীক্ষা চলছে, সেগুলি চলবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ পঠনপাঠন বন্ধ থাকবে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই সরকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসার ছুটি বাড়াল বলে জানান মমতা।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!