দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে বহিরাগত গুণ্ডাদের জড়ো করার অভিযোগে উত্তপ্ত এগরা। অভিযোগ তৃণমূলের। অভিযোগের পরেই এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, খেজুড়িতে অশান্তির আশঙ্কা। নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করছে বিজেপি। কমিশনে নালিশ জানাল তৃণমূল।