দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। দিল্লি বিধানসভার ভোটগ্রহণ করা হবে ৮ ফেব্রুয়ারি। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, মোট ১৩,৭৫০ বুথে ভোটগ্রহণ করা হবে। ভোট দেবেন ১ কোটি ৪৬ লাখ ভোটদাতা। গত একবছরে পাঁচ রাজ্যে ক্ষমতা হারিয়েছে বিজেপি। ফলে এবার দিল্লিতে বড় পরীক্ষার সামনে বিজেপি। নির্বাচনের দিন ঘোষণার পর রাজ্যে জারি হয়ে যাচ্ছে আদর্শ আচরণবিধি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন