দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
করোনা আক্রান্ত হয়ে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে ভোটের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী ১৬ মে মুর্শিদাবাদ জেলার ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গণনা হবে ১৯ মে।
আরও পড়ুন : ঈদের দিন কেন ভোট? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে ডেপুটেশন মুসলিম নেতাদের
সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনের ভোট স্থগিত হয়ে গিয়েছিল। এরপর কমিশনের তরফে ১৩ মে ভোটের নতুন দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেদিন ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কয়েকটি মুসলিম সংগঠনের তরফে দিন বদলের জন্য কমিশনে আবেদন জানানো হয়েছিল।