দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে ভোট পরিস্থিতিতে করোনা বিধি মেনে চলার ব্যাপারে কমিশন গাফিলতি করেছে বলে বৃহস্পতিবারই ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারে নতুন নির্দেশ জারি করল কমিশন।
করোনা পরিস্থিতিতে রাজ্যে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ জারি করল ভারতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই নোটিস জারি করে কমিশন জানিয়েছে, আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নির্দেশ কার্যকর হবে। নতুন নির্দেশিকায় পদযাত্রা, রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞার পাশাপাশি জনসভাতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে।