Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে – লাদাখ নিয়ে মোদী সরকারকে বিঁধলেন কমল হাসান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘাত নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানালেন অভিনেতা কমল হাসান। লাদাখে যা ঘটেছে তা নিয়ে সরকার এবং কেন্দ্রের শাসকদল আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।

কমল হাসান এদিন বলেন, ‛মিথ্যা কথা বলে লাগাতার আবেগ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি প্রধানমন্ত্রী ও তাঁর দলের সমর্থকদের অনুরোধ করব, এটা করবেন না।’ তিনি আরও বলেছেন, ‛এই প্রশ্নকে দেশদ্রোহী বলে দেগে দিলে চলবে না। প্রশ্ন করা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যতক্ষণ না সত্যিটা জানতে পারব ততক্ষণ প্রশ্ন করা থামাব না।’

কমল হাসান বলেন, ‛এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সরকার যে তথ্য দিচ্ছে তার মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। সরকার সেই ফাঁক পূরণ না করে শুধু বলছে, সেনাবাহিনীর সম্পর্কে সন্দেহ প্রকাশ করবেন না, দেশদ্রোহী হবেন না। তার মানে সরকার তথ্যের অসঙ্গতি পূরণে ব্যর্থ। সেনাদের মৃতদেহ দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!