Friday, November 22, 2024
আন্তর্জাতিকফিচার নিউজ

প্রথমবার প্রার্থী হয়ে রশিদ ঘানুশির জয়! তিউনিসিয়ার পার্লামেন্টে সর্বোচ্চ আসন পেল ইসলামপন্থীরা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিউনিসিয়ার আইনসভা নির্বাচনে শীর্ষে উঠে এসেছে রশিদ ঘানুশির ইসলামপন্থী দল আন নাহদা। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আন নাহদা নির্বাচনে ২১৭টি আসনের মধ্যে ৫২টিতে জয়লাভ করে প্রথম স্থান অর্জন করেছে। যদিও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অনেক কম হয়ে গেছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১০৯টি আসন।

সদ্য গঠিত কালব তিউনিস (হার্ট অফ তিউনিসিয়া) দল ৩৮টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘ দিন ধরে আন নাহদার নেতৃত্ব দানকারী ঘানুশি তিউনিসের একটি আসন জিতেছেন। এর আগে কখনো তিনি নির্বাচনে প্রার্থী হননি। মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বুর সোস্যাল-ডেমোক্র্যাটিক আত্তায়ার পার্টি ২২টি আসন পেয়েছে এবং জনপ্রিয় আইনজীবী সিফ এ দিন মাখলুফের করামা পার্টি ২১টি আসন পেয়েছে।

Leave a Reply

error: Content is protected !!