দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মথুরায় মন্দিরে অপরিচিত ২ যুবকের নামাজ পড়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ঘটনায় ৪ জনের নামে এফআইআর করা হয়েছে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি। গোবর্ধনে ঈদগাহ মসজিদে হনুমান চালিশা পড়বার খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। এলাকার শান্তি যেন বিঘ্নিত না হয় তাই আগেভাগেই পুলিশ অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
জানা গেছে, ঈদগাহে হনুমান চালিশা পড়ার এই ঘটনায় চার যুবকের নাম যথাক্রমে সৌরভ, রাঘব মিত্তল, কানহা, এবং কৃষ্ণা ঠাকুর বলে জানা গেছে। উল্লিখিত চার যুবক এক উগ্র হিন্দুত্ববাদী দলের সদস্য বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। তাদের মসজিদের ভিতরে বড়সড় হামলা ও এলাকায় অশান্তি তৈরি করার ছক ছিল বলে মনে করছেন স্থানীয়রা।