দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইসরায়েলে হামাসের হামলার পর ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এরদোয়ান উত্তেজনা বৃদ্ধি পরিহার করে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ‘যুক্তিসঙ্গতভাবে কাজ করতে’ আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে তুর্কি প্রেসিডেন্ট বরাবরই সোচ্চার ভূমিকা নিয়েছেন। শনিবার এরদোয়ান বলেন, “আমরা সব পক্ষকে সংযমের আহ্বান জানাই। তাদের অবশ্যই আক্রমণাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে।”