দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রয়্যাল সুইডিশ সোসাইটির বিচারে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ আলি। ১৯৯৮ থেকে ২০০০ সাল অবধি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে বজায় ছিল দীর্ঘদিনের শত্রুতার সম্পর্ক। বছরের পর বছর ধরে চলা এই সম্পর্ককে ২০১৮ সালে পুনরুদ্ধার করেন আবি আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি স্থাপনের অবিরাম প্রচেষ্টার জন্যই শুক্রবার আবে আহমেদকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।