দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক আগেই নিয়েছিলেন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ। তারপর করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপাতত নিভৃতবাসে থেকেই যাবতীয় প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মী-আধিকারিক করোনায় আক্রান্ত হওয়ার মঙ্গলবার নিভৃতবাসে যান যোগী। টুইটারে তিনি বলেছিলেন, ‘আমার কার্যালয়ের কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সেই আধিকারিকরা আমাদর সংস্পর্শে এসেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি নিভৃতবাসে যাচ্ছি। ভার্চুয়ালি যাবতীয় কাজ করব।’