দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে এনডিএ। এরই মাঝে ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র উদিত রাজ।
ট্যুইটারে কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলেন, যখন মঙ্গল গ্রহ এবং চাঁদের উদ্দেশে যাওয়া কৃত্রিম উপগ্রহকে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা যায়। তখন ইভিএমে কেন হ্যাক করা যাবে না।
অপর একটি ট্যুইটে তিনি প্রশ্ন করেন, ‘আমেরিকায় যদি ইভিএমে ভোট হত, তাহলে কি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) হারতে পারেন?’