দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোটগ্ৰহণ শুরুর আগেই হাওড়ার উলুবেড়িয়ার উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম ও ভিভিপ্যাট। ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসারের বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরে ভুল স্বীকার করেন অভিযুক্ত সেক্টর অফিসার।
ঘটনায় উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার দাবি, গতকাল মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার। খবর জানাজানি হতেই রাত থেকেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও।