দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛জনগণের উপর থেকে অতিশয় করের বোঝা কমান ও দেশের সার্বিক উন্নয়নের দিকে নজর দিন।’ আয়কর নিয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। সামনেই বাজেট। আর তার আগেই প্রধান বিচারপতির এহেন পরামর্শ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার দিল্লিতে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইবুনালের ৭৯তম প্রতিষ্ঠা দিবসে গিয়েছিলেন বোবদে। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়েই আয়কর নিয়ে মোদী সরকারকে পরামর্শ দেন তিনি। প্রধান বিচারপতি বোবদে এমন সময়ে এই কথা বলেছেন, যখন দেশের অর্থনীতির অবস্থা খারাপ। অর্থনৈতিক বৃদ্ধির হার ক্রমশ কমছে। শিল্প পরিকাঠামো ধাক্কা খাচ্ছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‛আয়কর বাড়িয়ে দেওয়ার মানে হল নাগরিকদের উপর অবিচার করা। জনগণের কাছ থেকে বেশি পরিমাণ আয়কর আদায় করা জনগণের সামাজিক অধিকারকে খর্ব করে। তাই কেন্দ্রীয় সরকারের উচিত জনগণের উপর থেকে অতিশয় করের বোঝা কমিয়ে দেওয়া।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন