Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

পাত্তা পাবেনা বিজেপি, দেড়শো’র বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে তৃনমূলই! বলছে বুথ ফেরত সমীক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় আবার তৃণমূল ক্ষমতায় আসছে। এমনটাই ইঙ্গিত মিলল বুথ ফেরত সমীক্ষায়। যে সব বুথ ফেরত সমীক্ষা সামনে এসছে তাতে বেশিরভাগ সমীক্ষাই বলছে ফের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।

এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমুল কংগ্রেস পশ্চিমবঙ্গে ১৫২-১৬২টি আসন পাবে। বিজেপি পেতে পারে বড় জোর ১০৯-১২১টি আসন। আর বাম জোট পেতে পারে ১৪-২৫টি আসন। অন্যদিকে, টাইমস নাউ বলছে তৃনমূল কংগ্রেস পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আর বাম জোট ১৯টি।

এছাড়া পি-মার্ক বলছে ১৫৮টি তৃণমূল, বিজেপি ১২০টি আর বাম জোট ১৪টি। কেবলমাত্র সিএনএক্স-রিপাবলিক টিভি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৪৩টি আসন। আর তৃণমূল পেতে পারে ১৩৩টি আসন। বাম জোট পেতে পারে ১৬টি আসন।

 

Leave a Reply

error: Content is protected !!