Thursday, November 21, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বাইডেনের কাছে হেরে ফেসবুক-ট্যুইটার থেকে বিতাড়িত, কোথায় হারিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথমে আমেরিকার ভোটযুদ্ধে জো বাইডেনের কাছে হার। এরপর জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ সহিংসতার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করেছে প্রতিষ্ঠান দুইটি।

৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এর কয়েকদিন পরে, ট্যুইটার ঘোষণা করে, সহিংসতায় আরও উস্কানি দেয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট ‛অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

গত ১০ বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ট্যুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। এইবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করে আবার সক্রিয় হবেন বলে তার একজন উপদেষ্টা জানিয়েছেন।

তিনি বলেন, “আমার ধারণা, আগামী দুই তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে ফিরে আসবেন, তবে এবার তার নিজস্ব প্লাটফর্ম নিয়ে।” তিনি বলেছেন, ট্রাম্পের এই প্লাটফর্ম সামাজিক মাধ্যমে ‛হটেস্ট টিকেট’ বা অত্যন্ত জনপ্রিয় হবে। সেটি পুরো পরিস্থিতি পাল্টে দেবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

error: Content is protected !!