Thursday, November 21, 2024
Fact Checkদেশফিচার নিউজ

অতিরিক্ত বৃষ্টির জেরে মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত ১১, আটকে অনেকেই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বুধবার গভীর রাতে মুম্বাইয়ের মালাড ওয়েস্টে একটি বড় দুর্ঘটনা ঘটে। নিউ কালেক্টর কমপাউন্ডে একটি চারতলা ভবন ধসে পড়ায় মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন্ত উদ্ধার করা কমপক্ষে ১৮ জনকে। অতিরিক্ত বৃষ্টির জেরে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বুধবার রাত সোয়া দশটার দিকে ঘটনাটি ঘটে। একটি ভবন অপর ভবনের উপর পড়ে যায়। পাশের ভবন থেকে ভয়ে বেরিয়ে আসেন। ধসের নীচে আটকা পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধার কাজ চলছে। আহতদের বিডিবিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ১১জনের মৃত্যু হয়। মহিলা ও শিশু সহ কমপক্ষে ১৮ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধসের নীচে আটকা পড়ে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশেপাশের ভবনগুলোর অবস্থা খারাপ হওয়ায় সেখানকার অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।

মুম্বইয়ের পুলিশ কমিশনার (ডিসিপি) জোন বিশাল ঠাকুর জানান, ‘মহিলা ও শিশু সহ ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও লোকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্য জারি রয়েছে।’

 

মালাদ পশ্চিমের অতিরিক্ত সিপি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এটি একটি ভবন অপর একটি ভবনের উপরে পড়লে ১১জনের মৃত্যু হয়। পুলিশ যথাযথ তদন্ত করবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।’

ঘটনাস্থলে পৌঁছে যান মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তিনি জানান, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে ভবনগুলি ভেঙে পড়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকে থাকা মানুষদের উদ্ধার করতে ভবনগুলির ধ্বংসাবশেষ সাফাই করা হচ্ছে।’

 

Leave a Reply

error: Content is protected !!