দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ। বছর চুরাশির তরুণবাবুর দেহের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন।
সোমবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণবাবুর শারীরিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোভিড সংক্রমিত হওয়ার পরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২ নভেম্বর তিনি হাসপাতালে ভরতি হন। তরুণবাবুর দেহের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।