Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের প্রতি চরম অসহিষ্ণু কিন্তু অর্ণব কাণ্ডে মুখে কুলুপ এঁটে কেন? মোদী সরকারকে তোপ সোনিয়ার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বালাকোটের ঘটনার আগে রিপাবলিক টিভি-র এডিটর ও অ্যাঙ্কর অর্ণব গোস্বামী এবং রেটিং এজেন্সি ‘বার্ক’-এর প্রাক্তন চিফ এগজিকিউটিভ অফিসার পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপে যে কথোপকথন হয়েছিল, টেলিভিশন রেটিং কেলেঙ্কারির তদন্তে নেমে তা হাতে পায় মুম্বই পুলিশ। বোঝা যায়, জাতীয় নিরাপত্তার গোপনীয়তা কী ভাবে লঙ্ঘিত হয়েছিল। হোয়াটসঅ্যাপের সেই সব কথোপকথন মুম্বই পুলিশ ইতিমধ্যেই আদালতে পেশ করেছে। এবার এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই তাঁর ভাষণে সোনিয়া বলেন, ‘‘দেশের নিরাপত্তার গোপনীয়তা কী ভাবে লঙ্ঘিত হয়েছে তা নিয়ে খুব সম্প্রতি উদ্বেগজনক খবরাখবর প্রকাশিত হয়েছে। আমার মনে পড়ছে, কয়েক দিন আগেই অ্যান্টনিজী (প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি) বলেছিলেন, সামরিক অভিযানের অত্যন্ত গোপন সরকারি তথ্যাদি ফাঁস হওয়াটা আসলে দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা। এর পরেও সরকার মুখে কুলুপ এঁটে রয়েছে। সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা অন্যদের দেশপ্রেমিক আর জাতীয়তাবাদীর শ‌ংসাপত্র দিয়ে চলেছেন, এই সবের ফলে তাঁদের মুখোশটা খুলে গেল।’’

কৃষক আন্দোলনের প্রতি মোদী সরকারের মনোভাব নিয়েও কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী। বলেছেন, ‘‘এই আন্দোলনের প্রতি সরকার চরম অসহিষ্ণুতা দেখিয়েছে। আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। করে চলেছে।’’

Leave a Reply

error: Content is protected !!