Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্ৰেফতার সেই উগ্ৰ-হিন্দুত্ববাদী রামভক্ত গোপাল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগে হরিয়ানা পুলিশের হাতে গ্ৰেফতার সেই উগ্ৰ-হিন্দুত্ববাদী রামভক্ত গোপাল। দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে মিছিলে এক প্রতিবাদীর উপর প্রকাশ‍্যে গুলি চালিয়েছিল সে। এ বার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল গোপালকে। সোমবার তাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই-কে মানেসরের ডেপুটি পুলিশ কমিশনার বরুণ সিংলা জানিয়েছেন, হরিয়ানায় বিজেপি-র এক মুখপাত্র এবং করণী সেনার সভাপতি সূরয পাল আমু-র উদ্যোগে পটৌডীতে একটি মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে সাম্প্রদায়িক বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছে ওই এই উগ্ৰ হিন্দুত্ববাদী গোপালের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিংলা।

তিনি আরও জানান, ২০২০-তে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভরত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন এই উগ্ৰ হিন্দুত্ববাদী গোপাল। সেই ঘটনায় এক জন আহত হয়েছিলেন।

মুখে হিন্দুত্ববাদী স্লোগান আর হাতে বন্দুক ধরা এই গোপালের ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সে সময় হামলাকারীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ জানিয়েছিল, ছেলেটি নাবালক। বয়স মাত্র ১৭ বছর। ফলে তার নাম, পরিচয় ছবি সবই গোপন রাখা হয়। ‘গডসে ২.০’ নামে পরিচিতি পায় হামলাকারী।

Leave a Reply

error: Content is protected !!