দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ব্যবসায়িক মুনাফা এবং কর্মীদের নিরাপত্তার স্বার্থে বজরং দলের প্রতি নরম মনোভাব পোষণ করেছে ফেসবুক ইন্ডিয়া। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসা ছড়ালেও নিজেদের নীতি অনুযায়ী এই চরম দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। বজরং দলকে ফেসবুকের নিরাপত্তা নির্ধারক দল ‘ভয়ঙ্কর’ আখ্যা দিলেও ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্রতি আগাগোড়া ‘নরম মনোভাব’ দেখিয়েছে। রবিবার ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে এমনই চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে ফের বিতর্ক।
কিন্তু কেন এই মনোভাব? ফেসবুকের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, ‘বজরং দলের প্রতি কঠোর মনোভাব দেখালে ভারতে ফেসবুকে ব্যবসা ক্ষতির মুখে পড়তে পারে। এ ছাড়া ফেসবুকের কর্মীরাও পড়তে পারেন সমস্যায়।’ সেই রিপোর্টের বক্তব্য আরও প্রতিষ্ঠিত হয় অগস্টে ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক সংবাদে। সেখানে বলা হয়েছিল, মুসলিম বিরোধী মন্তব্য করার পরেও বিজেপির এক শীর্ষনেতাকে বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছে ফেসবুক। শুধু মাত্র ব্যবসায়ীক দিক মাথায় রেখে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বজরং দলের সদস্যদের উসকানিমূলক পোস্টের পরও ফেসবুকের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ তেমনটা হলে তাদের ব্যবসা ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। ব্যবসায়িক লাভের দিকটাই দেখেছে তারা। কেউ কেউ সেই রিপোর্টেই বলেছেন, ফেসবুক এমন পক্ষপাতদুষ্ট আচরণ করলে সংস্থার নীতি নিয়ে ভারতে প্রশ্ন উঠতে পারে। যদিও ঘটনার দায় এড়িয়ে গিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।