Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বুধবারই আস্থাভোট করতে হবে, সুপ্রিমকোর্টের নির্দেশ শুনেই ইস্তফা ফড়ণবীশ, অজিতের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সকালে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল, কাল বুধবারই আস্থাভোট করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে দেবেন্দ্র ফড়ণবীশ-অজিত পাওয়ার সরকারকে। বিকেল গড়াতে না গড়াতেই সাংবাদিক বৈঠক ডেকে ইস্তফার কথা ঘোষণা করে দিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। তার আগেই দুপুরের দিকে ইস্তফা দেন অজিত পাওয়ারও।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আস্থাভোটে তাঁদের পরাজয় যে অনিবার্য তার দেওয়াল লিখন গতকাল সন্ধ্যাতেই লেখা হয়ে গিয়েছিল। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে শিবসেনা-কংগ্রেস ও এনসিপি মিলে ১৬২ জন বিধায়ককে এক জায়গায় এনে ফেলেছিলেন। ফলে মুম্বইতে আর মুখ পোড়াতে চাইল না বিজেপি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!