Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলে ফিরতে ব্যর্থ, মমতার কোনো সাড়া না পেয়ে ফের বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রাজীব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছেড়ে ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পথ ধরেই চাটার্ড ফ্লাইটে গিয়েছিলেন বিজেপিতে যোগ দিতে। কিন্তু শুভেন্দু কোনওরকমে জয় ছিনিয়ে আনতে সমর্থ হলেও রাজীব শোচনীয় ব্যর্থ হয়েছেন বিজেপির জার্সিতে। তাই তৃণমূলে ফিরতে চেয়েছিলেন রাজীব। কিন্তু তৃণমূলের সাড়া না পেয়ে শেষে শুভেন্দুর পথই অনুসরণ করতে চলেছেন তিনি।

ভোট পরবর্তী সময় থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে তুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা থেকে বিজেপির সমালোচনা কোনও কিছুই বাদ দেননি তিনি। আবার তৃণমূলে ফিরতে তিনি নেতা-নেত্রীদের সঙ্গে যোগাযোগ করতেও শুরু করেছিলেন। কিন্তু রাজীবের ঘরওয়াপসির গুঞ্জনে রি-অ্যাক্ট করেছেন তৃণমূলকর্মীরা।

স্বভাবতই মুকুল রায় তৃণমূলে ফিরতে সমর্থ হলেও তৃণমূলের ডাক আসেনি রাজীবের জন্য। উল্টে সমালোচনার ঝড় পড়ে যায়। তাই তৃণমূলের পথে কাঁটা দেখে ফের বিজেপিতেই সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছেন রাজীব। রাজীবের জোড়া চিঠি সেই ইঙ্গিতই বহন করে বলে রাজনৈতিক মহলের জল্পনা।
সপুত্র মুকুল রায়কে দলে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যাঁরা ভোটের আগে দলকে বিপদে ফেলে চলে গিয়েছিলেন, সেইসব গদ্দারদের ফিরিয়ে নেবে না তৃণমূল। তবে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন তৃণমূল ছেড়ে কারা চরমপন্থী আর কারা নরমপন্ধী হয়েছিলেন, তা বিচার করা হবে। ফলত রাজীবের আশা ছিল। কেননা রাজীব নরমপন্থীদের দলে। কিন্তু ডাক এল না, তাই কি ফের বিজেপিমুখী রাজীব?

 

ভোটের ফলপ্রকাশের পর রাজীব বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকবেন। তারপরই ফেসবুকে বোমা ফাটিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কড়া সমালোচনা করেছিলেন বিজেপি নেতৃত্বের। এবং মুকুল-পুত্র শুভ্রাংশুর সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা বন্ধ করে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন বিজেপিকে।

তারপর স্বভাবতই মনে হয়েছিল মুকুল রায়ের পথ ধরে বিজেপি ছেড়ে তিনিও তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসির গুঞ্জনে গর্জে উঠেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। এরই মধ্যে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন তিনি। তাতে জল্পনার পারদ আরও চড়েছিল। কিন্তু তারপরই যেভাবে রাজীব সমালোচিত হন, তিনি বুঝতে পারেন এ পথে অনেক কাঁটা।

রাজনৈতিক মহলের ধারণা, শেষমেশ রাজীব তৃণমূলে ফেররা আশা ছেড়ে বিজেপিতেই সক্রিয় হতে শুরু করলেন। জোড়া চিঠি তাঁর প্রথম পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। রাজীবের তৃণমূলে ফেরার জল্পনায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখন রাজীবের উচিত ঘরছাড়া বিজেপিকর্মীদের পাশে দাঁড়ানো। তা না করে রাজীব দলের সমালোচনা করছেন।

শুভেন্দুর সেই ‘পরামর্শ’ মেনে রাজীব বিজেপিকে চিঠি লিখলেন। রাজীবের জোড়া চিঠি এল বিজেপির রাজ্য দফতরে। একটি মুখবন্ধ খামে। একটি খোলা চিঠি। রাজীব বন্দ্যোপাধ্যায় জোড়া চিঠিতে বুঝিয়ে দিলেন, তিনি রয়েছেন বিজেপিতেই। খোলা চিঠিতে তিনি জানিয়েছেন ডোমজুড়ে ভোট পরবর্তী হিংসার জেরে কতজন বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছেন। তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। লিখেছেন, ঘরছাড়া কর্মীদের ফেরাতে উদ্যোগ নিক বিজেপি।

কিন্তু মুখবন্ধ খামে রাজীব কী বার্তা দিয়েছেন, তা জানা যায়নি। তবে রাজীবের জোড়া চিঠির পর বিজেপি তাঁকে ২৯ জুন কার্যকারিনী বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। এখন দেখার রাজীব বিজেপিতে সক্রিয় হওয়ার দ্বিতীয় ধাপে প্রবেশ করেন কি না! বিজেপি ইতিমধ্যেই রাজীবের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দূত হিসেবে নিয়োগ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে।

Leave a Reply

error: Content is protected !!