Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউনে মেটিয়াবুরুজে পুলিশের গাড়ি লক্ষ্য করে জনতার ইটবৃষ্টি! ভাইরাল ভুয়ো ভিডিও

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ করে ব্যাপক ইটবৃষ্টি করছে ক্ষিপ্ত জনতা। কোনও মতে জিপে চড়ে পালাচ্ছে পুলিশ। পিছনে কাতারে কাতারে মানুষ। ভিডিওটি ছড়ানো হয়েছে এই বলে যে, এই ঘটনা নাকি লকডাউনের মাঝে কলকাতা বন্দর এলাকার মেটিয়াবুরুজে ঘটেছে।

এই ভিডিও আদৌ কলকাতার মেটিয়াবুরুজের নয়। গত উনিশে ডিসেম্বর আমদাবাদের শাহ-ই-আলম এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ থামাতে গেলে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। ভিডিওটি সেই ঘটনারই। গুগ‌্ল করলেও দেখা যাবে ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া দোকানটি আমদাবাদের শাহ আলাম রোডে অবস্থিত।

Leave a Reply

error: Content is protected !!