দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজামুদ্দিনের ঘটনার পর থেকে তবলীগ জামাত ও মুসলিমদের বদনাম করে দেশের হিন্দুদের মনে বিদ্বেষের বিষ মেশানোর দেদার চেষ্টা করা হচ্ছে। যার পর থেকে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের বহু গ্রামে মুসলিমরা নানারকম হেনস্থার শিকার হচ্ছেন। তাঁদের রেশন, সরকারি কুয়ো থেকে জল ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। এমনকি দিলশাদ নামে এক ব্যক্তি তবলীগ জামাতের সঙ্গে যুক্ত ছিল বলেই কিছু হিন্দু সন্ত্রাসীরা তাঁকে খুন করেছে। এখানেই শেষ নয়, এসব ঘটনার জেরে মাহমুদ নামে এক ব্যক্তি আত্মহত্যাও করেছে। দেশজুড়ে মুসলমানদের জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ সবই ঘটছে শুধু মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সন্ত্রাসের কারণে। গুজরাত হাইকোর্টে সরকার বলেছিল, তবলীগ জামাতের তদন্ত শেষ হয়েছে আর একটাও আক্রান্ত পাওয়া যায়নি। তা সত্ত্বেও সংবাদমাধ্যমগুলি তবলীগ জামাতের বিরুদ্ধে বিষোদগার করা বন্ধ করেনি। এহেন পরিস্থিতিতে জি নিউজ, আজ তাক, এবিপি নিউজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহারাষ্ট্রের পারাভাঙি জেলার অ্যাডভোকেট সৈয়দ জুনাইদ সৈয়দ জিলানী। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, এডিটর্স গিল্ড-এর কাছে অভিযোগ জানানো হয়েছে। শীঘ্রই আমরা প্রতিটি থানায় থানায় মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধে এফআইআর দায়ের করব।