দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়েছেন ১৯ লাখ। এই বাদ পড়া ১৯ লাখের মধ্যে রয়েছেন মুনওয়ারা খাতুন নামের এক নারী।
মধ্য অসমের একটি এনআরসি সেবাকেন্দ্রে নিজের নাম দেখতে দুই নাতি ও স্বামী সহর আলীকে নিয়ে এসেছেন মুনওয়ারা খাতুন। রয়টার্সকে তিনি বলেন, পরিবারের সবার নাম রয়েছে তালিকায়। কিন্তু আমার নাম নেই। এটা কীভাবে হয়?
৬৫ বছরের সহর আলী জানান, খসড়া তালিকায় নাম না থাকার পর কর্মকর্তাদের ভূমির দলিল, ভোটার পরিচয়পত্র ও আধার কার্ড দেওয়া হয়েছে। রিতেশ সুত্রধর নামের এক ব্যক্তির নাম এলেও, তালিকায় রিতেশের স্ত্রী স্থান পাননি।