Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অবশেষে দিল্লি হাইকোর্টে জয় পেলেন তবলীগ প্রধান, দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে বড় নির্দেশ আদালতের

ছবি : সংগৃহিত

নয়াদিল্লি, ২৪ আগস্ট: গত বছরের এপ্রিল মাসে করোনা প্রকোপের মাঝেই দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলীগ জামাতের আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছিল। তখন পুলিশ তবলীগ প্রধান মৌলানা মহম্মদ সাদ কন্দলভির বাসস্থানে তালা ঝুলিয়ে দেয়। বিস্তর আবেদন-নিবেদন, আইন-আদালতের পরে সোমবার দিল্লি হাইকোর্টের নির্দেশে নিজের বাড়িতে সপরিবার বসবাসের নির্দেশ পেলেন মৌলানার বর্ষীয়ান মা।

এদিন মৌলানার বাসস্থান তালাবন্ধ করে রাখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করেছে হাইকোর্ট। নিজামুদ্দিন মারকাজে তবলীগ জামাতের একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং সংলগ্ন আবাসনে মৌলবির পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, করোনাকালে সম্মেলনের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পরে অতিসক্রিয় হয়ে ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। বলা হয়, এই সম্মেলনের ফলেই দিল্লিতে করোনা সংক্রমণ ছাড়িয়ে পড়ছে। মৌলানা সাদ-সহ দেশি-বিদেশি প্রতিনিধিদের আটক করে মামলা শুরু করা হয়। একই সঙ্গে মৌলানার পরিবারকে বার করে দিয়ে তালাবন্ধ করে দেওয়া হয় গোটা মারকাজ।

 

Leave a Reply

error: Content is protected !!