দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকার ফাইনাল খেলায় ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা জয়লাভ করে। সুদূর দক্ষিণ আমেরিকায় এই খেলা অনুষ্ঠিত হলেও বাংলাদেশে এ নিয়ে ছিল ব্যাপক উত্তেজনা। এদিকে ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ায় বাংলাদেশের কক্সবাজারের রামুতে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ওই যুবক ব্রাজিল ফুটবল দলের সমর্থক। কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে দলটির পরাজয়ের পর তিনি বিষপান করেন। ওই যুবকের নাম মো. কামাল। তিনি রামুর চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের বাসিন্দা।
প্রতিবেশী কফিল উদ্দিন জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে করেন বিষপান। বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এফাজুল হক বিষপানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামালকে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলি পরিষ্কার করা হয়। পরে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।