Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের মোদী সরকারের হাতে খুন কৃষক! শম্ভু সীমান্তে বিষ খেয়ে মৃত্যু কৃষক নেতার

দৈনিক সমাচার, নয়াদিল্লী: শম্ভু সীমান্তে বিষ খেয়ে মারা গেলেন আন্দোলনরত এক কৃষক। বিষয়টি জানাজানি হতেই দ্রুত তাঁকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয় হয়। দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বরই শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক। ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের সেখানে কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল।

মৃত কৃষক পঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত সতীর্থদের সঙ্গে বসেছিলেন। তখনই আচমকা বিষ খেয়ে নেন ৫৫ বছরের ওই প্রৌঢ়। আন্দোলনকারী আর এক কৃষক তেজভীর সিংহের অভিযোগ, কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক।

Leave a Reply

error: Content is protected !!