Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“দরকার হলে আমরা রাস্তাতেই মরব, কিন্তু দেশকে বেচতে দেব না’’ – হুঙ্কার কৃষক নেতার

নয়াদিল্লি, ২৯ আগস্ট: প্রতিবাদী কৃষকদের উপরে পুলি‌শের লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। বিজেপি-শাসিত হরিয়ানার কারনালে বস্তারা টোল প্লাজার কাছে জাতীয় সড়কে জড়ো হয়েছিলেন কৃষকরা। আসন্ন পুরসভা নির্বাচন উপলক্ষে এই পথ দিয়েই একটি সভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাওয়ার কথা ছিল।

চাষিরা কালো পতাকা নিয়ে রাস্তায় ভিড় জমান। নেতাদের গাড়ি আটকাতে না পারলেও বিজেপি-বিরোধী স্লোগান দিতে থাকেন। তাঁদের হটাতে পুলিশ লাঠি চালাতে শুরু করে। চাষিদের রক্তে ভেজা জামা, ব্যান্ডেজ বাঁধা আহত চাষিদের ছবি-ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অন্তত দশ জন চাষি আহত বলে সংবাদমাধ্যমে খবর

এই ঘটনার পর কৃষক নেতা চাধুনির দাবি, সরকার যদি চাষিদের কাছে এসে কথা না বলে, অনির্দিষ্ট কাল ধরে অবরোধ চলবে। তাঁর কথায়, ‘‘দরকার হলে আমরা রাস্তাতেই মরব। কিন্তু দেশকে বেচতে দেব না।’’

 

Leave a Reply

error: Content is protected !!