দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় বিজেপি বিরোধী আন্দোলন আরও জোরদার করতে রাজ্যে এলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এদিন দিল্লি থেকে কলকাতায় এলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর আসার আগেই এয়ারপোর্টে সকাল থেকে জড়ো হয়েছিলেন কৃষক আন্দোলনের একাধিক নেতা কর্মীরা। এদিন তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই ‘মোদি, অমিত শাহ হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও বাংলা বাঁচাও’ স্লোগান দিতে থাকেন আন্দোলনের সমর্থনকারীরা।
ফসলের নুন্যতম সহায়ক মূল্য থেকে বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করছে সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী দু’দিন ধরে একাধিক জায়গায় মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। এদিন এয়ারপোর্ট থেকে রাকেশ টিকায়েত ও সংযুক্ত কিসান মোর্চার প্রতিনিধি দল গিয়ে পৌঁছান নন্দীগ্রামে। সেখানে একটি মহাপঞ্চায়েতে যোগ দেবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের ফলে আগাম ভবিষ্যতে কৃষকরা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই বার্তা দেবেন রাকেশ টিকায়েত।